একটু বলে দাওনা কিভাবে শুরু করবো? 😅

আমি তো আনরোমান্টিক!!!

যাই হোক শুরু করে দিলাম কিন্তু, ভালো খারাপ জানি না।।। 😁

আমাদের শুরুটা অনেকটা আচমকা, হটাৎ করে অথবা হাস্যকর হিসাবে শুরু হতে পারে। কিন্তু আমি তোমাকে কখনো দিধাগ্রস্থ হয়ে ভালোবাসিনি। অথবা ভাবিনি কিছুদিনের ছলনাময়ী ভালবাসায় তোমাকে মুগ্ধ করে সরে পরব অজানা রাস্তায়।!!

তুমি আমার জীবনে অন্যরকম একটা অনুভূতি এনে দিয়েছো। এক নতুন উত্তেজনা উপহার দিয়েছো।।।

আমি তোমার মাঝেই আমার শুরু ও শেষ দেখতে চাই।। যেখানে থাকবে না কোনো দিধা অথবা কোনো হারানোর ভয় অথবা অবিশ্বাস। হয়তো না চাইতেও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলেছি, কিন্তু ধরে নাও এগুলোর ও দরকার ছিলো দুজনের প্রতি দুজনের আকর্ষণ বুঝার জন্য। আরো বেশি ভালবাসা বাড়ানোর জন্য, আরো বেশি বিশ্বাস করার জন্য।।।

তুমি আমার সেই প্রিয়মানুষ, যাকে দেখিয়ে আমি গর্বের সাথে বলতে পারি তুমি কতটা ভালো, কতটা সহযোগী, কতটা বিশ্বস্থ, আর কতটা গুরুত্বপূর্ণ আমার জীবনে।।।

আমি অতটা রোমান্টিক না বা অতটা পার্ফেক্ট ব্যাক্তিও না। হয়তো তোমাকে তেমন ভাবে বুঝি না অথবা তোমাকে তেমন কোনো মূহুর্ত উপহার দিয়ে তোমাকে স্পেশাল ফিল করাইতে পারি নাই অথবা আমার ভালবাসার বহিঃপ্রকাশ তোমাকে বুঝাইতে পারি নাই।।।

কিন্তু আমি সবথেকে পরিচিত বাক্য, যা আমি দিনে ১০ বার, ১০০ বার করে বলি। সেটা আবারো বলছি।।।

আমি তোমাকে অনেক ভালবাসি প্রিয়।।। 😍

এই নাও আমার ফুল খানা গ্রহণ করে আমাকে ধন্য করো!!!

আমি আল্লাহ এর কাছে সবসময় শুকরিয়া জানাই তোমাকে আমার চলার সঙ্গী হিসেবে পেয়ে। এভাবেই পাশে থেকো প্রিয়। তোমার হাতে হাতটা যেন সারাজীবন রেখে দিতে পারি।।।

💗( জান্নাত + অলিভ) 💗